মহানগর জমিয়তের কর্মী সভা ও সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৩, ৭:২৩:৩৬ অপরাহ্ন
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার কর্মীসভা ও সম্বর্ধনা অনুষ্ঠান রোববার নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সভাপতি শায়খূল হাদীস মাওলানা হাফেজ মনসুরুল হাসান রায়পুরী।
কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় মহাসচিব শায়খূল হাদীস মাওলানা ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম।
সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক সরকার এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা অলিউল্লাহ আরমান, জমিয়তের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি জাকির হোসাইন, সম্বর্ধিত অতিথি সৈয়দ তালহা আলম, সিলেট মহানগর জমিয়তের সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসান, সহ-সভাপতি মাওলানা মুফতি আলতাফুর রহমান, মাওলানা শায়খ আব্দুল মালিক, জেলা সহ-সভাপতি মাওলানা মাওলানা মাহমুদ হোসাইন বড়বন্দি, জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, মহানগর জমিয়তের নেতা এম বেলাল আহমদ চৌধুরী, যুব জমিয়ত সিলেট মহানগর শাখার সভাপতি মুফতি জাকারিয়া মাহমুদ, সাধারণ সম্পাদক রেজাউল হক এলএলবি, ছাত্র জমিয়তের সভাপতি নিজাম উদ্দিন আল আদনান, সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ, হাফিজ মাওলানা হোসাইন আহমেদ, ছাত্রনেতা মিজানুর রহমান শিপু ও ইসহাক হোসেন ইউসুফ আল আজাদ প্রমুখ। সভার শুরুতে সুনামগঞ্জ ছাত্র জমিয়তের সাবেক যুগ্ম আহ্বায়ক হাফেজ সৈয়দ মনির আহমদ স্থায়ীভাবে যুক্তরাজ্য গমন উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিজ্ঞপ্তি