মহানবমীতে মহানগর আওয়ামী লীগের পূজামণ্ডপ পরিদর্শন
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৩, ৭:২৫:২৭ অপরাহ্ন
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানবমীতে নগরীর বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।সোমবার দুপুরে নগরীর দাড়িয়াপাড়া থেকে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর বিভিন্ন পূজাম-প পরিদর্শনের যাত্রা শুরু হয়।সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ নগরীর দাড়িয়াপাড়া, মনিপুরী রাজবাড়ী, লামাবাজারসহ অত্র এলাকার বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেন।
পূজাম-প পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, প্রভাষক মিন্টু চন্দ্র পাল, প্রভাষক রনদ্বীপ চৌধুরী লিংকন, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক রকি দেব সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি