দোয়ারায় নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৩, ৭:৫৪:৩৯ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাফিয়া আক্তার (২০) নামের এক নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। সাফিয়া আক্তার উপজেলার মৌলারপাড় গ্রামের চান মিয়ার মেয়ে। তবে তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, নিহত সাফিয়া ও তার ভাতিজা রোমন (১০) একই কক্ষে রাত্রি যাপন করেন। মঙ্গলবার ফজরের নামাজের পরে রোমন মক্তব্যে পড়তে যায়। রোমানকে মক্তব্যে এগিয়ে দিয়ে এসে পরিবারের সবার অগোচরে সাফিয়া আক্তার নিজ বসতঘরের তীরের সাথে কাপড় পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সাফিয়ার ভাবী রেছমা আক্তার ঘরে ঢুকে সাফিয়াকে ঝুলন্ত দেখে চিৎকার দিলে পরিবারের লোকজন এসে সাফিয়া আক্তারকে ফাঁস থেকে খুলেন।
খবর পেয়ে দোয়ারাবাজার থানার এসআই আতিয়ার রহমান মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ পাঠান। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো:বদরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।