মহানগর বিএনপির বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৩, ৮:২২:২১ অপরাহ্ন
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি হচ্ছে উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি সব সময় অন্য ধর্মের প্রতি সহিষ্ণু। বিভিন্ন ধর্ম-বর্ণে বিভক্ত হলেও আমাদের বড় পরিচয় আমরা বাংলাদেশী। সিলেট হচ্ছে ধর্মীয় সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত। এর ধারাবাহিকতা রক্ষায় বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ।তিনি সোমবার দিনভর সিলেট মহানগর বিএনপির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কুশলাদি বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তিনি নগরীর নাইওরপুলস্থ রামকৃষ্ণ মিশন থেকে পূজামন্ডপ পরিদর্শন শুরু করেন। এরপর পর্যায়ক্রমে মিরাবাজার বলরাম জিউর আখড়া, চৌকিদেখি পুষ্পাঞ্জলী সংঘ পুজা মন্ডপ, লামাবাজার তিন মন্দির পূজা মন্ডপ, বাগবাড়ী সার্বজনীন পূজা মন্ডপ ও মনিপুরী রাজবাড়ী পূজা মন্ডপসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।এসময় সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন নাইওরপুল রামকৃষ্ণ মিশনের হরিদাসানন্দ মহারাজ, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিহার রঞ্জন দে, তিন মন্দির লামাবাজারের সভাপতি বিমল চৌধুরী ও সাধারণ সম্পাদক জগৎজ্যোতি দাশ, বাগবাড়ী সার্বজনীন পূজা কমিটির সহ সভাপতি সূজিত দেব, বলরাম জিউড় আখড়া মিরাবাজারের সভাপতি সুজিত দেব সাধন, সাধারণ সম্পাদক চন্দন শ্যাম পুরকায়স্থ, যুগ্ম সম্পাদক সৌমিত্র চৌধুরী শ্যামলু, অর্থ সম্পাদক নুপুর ভট্টাচার্য, পুষ্পাঞ্জলি সংঘের সভাপতি সুভাষ দেব নাথ, দূর্গাপুজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কান্ত ধর রন্টু, সাধারণ সম্পাদক রনি পাল ও পিংকু দেব নাথ প্রমূখ। বিজ্ঞপ্তি