জগন্নাথপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৩, ৮:২৬:০১ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে মালবাহী ট্রাক চাপায় ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মাসুদ খান (৩০) নামের এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শাহারপাড়া নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রাম এলাকার প্রধান সড়কে।
মঙ্গলবার বিকেলে ইটভর্তি ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মাসুদ খান পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। এ সময় সড়কে তার নিথর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। যদিও পুলিশ মৃতদেহ উদ্ধার ও ট্রাককে আটক করেছে।