সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৩, ৫:২৬:৪৬ অপরাহ্ন
সাবেক যোগাযোগমন্ত্রী ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। বুধবার এক বার্তায় তিনি শোক প্রকাশ করেন।
পররাষ্ট্রমন্ত্রী শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শোকবার্তায় তিনি বলেন, আবুল হোসেনের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ হারালো এক নিবেদিতপ্রাণ নেতাকে। নিজের কর্মকা-ের মধ্য দিয়ে আবুল হোসেন আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন। বিজ্ঞপ্তি