নবীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৩, ৬:১২:০২ অপরাহ্ন
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলাধীন শিবগঞ্জ বাজারস্থ ‘অধ্যাপক ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্রে’ মঙ্গলবার দিনব্যাপি হৃদরোগ চিকিৎসাসহ ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্র আয়োজিত সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এর যৌথ উদ্যোগে এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ‘অধ্যাপক ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্রে’ এর সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর সহ-সভাপতি ছালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজল এর পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. খালেদ মোহসিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর সহ-সভাপতি চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সৈয়দ জাফরুল হোসাইন, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডাঃ জাকির হোসাইন চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলী মো. মনিরুল হক, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল এরিয়া ম্যানেজার জিয়াউল করিম। বিজ্ঞপ্তি