ঢাকায় সমাবেশের অনুমতি পায়নি জামায়াত
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৩, ৬:৪১:২২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: রাজধানীর শাপলা চত্বরে ২৮ অক্টোবর সমাবেশের অনুমতি চেয়ে মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের কাছে আবেদন করেছিল জামায়াত। তবে দলটিকে সমাবেশ করার অনুমতি দেবে না পুলিশ। এছাড়া বিএনপিকে যেখানে কর্মসূচী পালনের অনুমতি দেওয়া হবে, সেখানেই করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন। বুধবার রাজধানীর নিরাপত্তা সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মহিদ উদ্দিন বলেন, জামায়াতের পক্ষ থেকে ২৮ অক্টোবর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের অনুমতির আবেদন করে। এই দলটি হাইকোর্টের অবজারভেশন আছে। শাপলা চত্বরের মতো জায়গায় জামায়াতকে অনুমতি দেওয়া হবে না।