পুলিশ প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৩, ৭:১৯:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় হানিফ আহমদ নামে এক পুলিশ সদস্যের বাড়িতে অনশন করেছেন প্রেমিকা। অনশনের চারদিন পর অবশেষে প্রেমিকাকে বিয়ে করতে বাধ্য হয়েছেন ওই পুলিশ প্রেমিক।
মঙ্গলবার রাতে তাদের বিয়ে হয় বলে জানা গেছে। এরআগে শনিবার থেকে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন প্রেমিকা।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ঘোষগ্রামে প্রেমিক পুলিশ সদস্য হানিফ আহমদের বাড়িতে গিয়ে ওই তরুণী দাবি করেন- প্রায় ২ বছর আগে হানিফের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে তাদের প্রেমের সম্পকর্টি শারীরিক সম্পর্কে রূপ নেয়। প্রায় ছয় মাস আগে বিয়ের জন্য বলে হানিফ বিয়েতে রাজি না হয়ে টালবাহানা শুরু করেন। একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন। নানাভাবে হানিফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে অবশেষে শনিবার প্রেমিকের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেন ওই তরুণী।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল বলেন- কলেজছাত্রী নাছোড়বান্দা থাকায় হানিফ নামের ওই যুবকের সঙ্গে পঞ্চায়েত ও জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বিয়ের ব্যবস্থা করেন। পরে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়।