তাহিরপুরে রেনেসাঁ ইয়ুথ সোসাইটির শিক্ষার্থী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৩, ৬:০৩:১৭ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সামাজিক সংগঠন রেনেসাঁ ইয়ুথ সোসাইটির উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার বিকেলে স্থানীয় ইউনুস আলী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে উত্তর বড়দল ইউনিয়নের ১৪০ জন এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
রেনেসাঁ ইয়ুথ সোসাইটি তাহিরপুরের সভাপতি অধ্যাপক মাওলানা আলী উছমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জালাল আহমদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইডিয়াল ভিশন একাডেমির চেয়ারম্যান ও রেনেসাঁ ইয়ুথ সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক মোঃ কামরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুরের মরহুম ক্বারি আব্দুল আলী মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিলেট মডেল নার্সিং কলেজের ব্যবস্থাপনা পরিচালক প্রভাষক মো. দিলশাদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবুল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, ইয়ুথ সোসাইটির উপদেষ্টা নজরুল ইসলাম শাহ, মাইজুল মেম্বার, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষাক লোকমান আহমদ, আকমল হোসেন, মোস্তফা কামাল ও মাছুম আলম প্রমূখ। বিজ্ঞপ্তি