ইসরাইলের গণহত্যার প্রতিবাদে তেমুখিতে বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৩, ৭:২৯:২৯ অপরাহ্ন
নিরীহ নিরস্ত্র স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী ইসরাইলী বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা. সাহেবেরগাঁও (তেমুখী) টুকেরবাজার এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগরীর তেমুখী পয়েন্টে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা. হাফিজ আশিকুর রহমান এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জামেয়ার সেক্রেটারি হাফিজ কাজী জুনাইদ আহমদ, শিক্ষা সচিব মাওলানা মিসবাহুজ্জামান, সহকারী শিক্ষক মুফতি আরমান হুসাইন, মাওলানা আব্দুল শহিদ, মুফতি মাসুম আহমদ, মুফতি আবুযর ইবরাহিম, মাওলানা আব্বাস উদ্দিন, মাওলানা সিদ্দীকুর রাহমান প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, যুগ যুগ ধরে ইসরাইলের ইহুদীরা ফিলিস্তিন জবর দখল করে আছে এবং সেখানে নিরিহ ফিলিস্তিনিদের উপর নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। অথচ বিশ্বের কোন মানবাধিকারের ফেরিওয়ালারা কোন কথা বলতে দেখা যায়নি। কিন্তু যখনই ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পক্ষে কোন আত্মরক্ষামুলক কোন কাজ করা হয় তখনই ইহুদীদের মিত্র আমেরিকা ও তাদের দালাল পশ্চিমা দেশগুলো মানবাধিকারের দোহাই দিয়ে সন্ত্রাসী ইহুদীদের আরো উস্কে দেয়। যার ফলে তারা ফিলিস্তিনের নারী, পুরুষ, বৃদ্ধ নির্বিচারে সবাইকে হত্যা করে। আহত, অসুস্থ রোগীদের পর্যন্ত হাসপাতালে বোমা মেরে হত্যা করছে। ফিলিস্তিনে অবস্থিত মুসলমানদের পবিত্র স্থান মসজিদুল আকসায় ঢুকেও মুসলমানদেরকে হত্যা করছে। বক্তারা জাতিসংঘের মাধ্যমে ফিলিস্তিনে হত্যাকান্ড বন্ধের জোর দাবী জানান। বিজ্ঞপ্তি