ডিবি’র হাতে ইয়াবা বিক্রেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৩, ৮:৩৬:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে ইয়াবাসহ এক বিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তার হেফাজতে থাকা ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বৃহস্পতিবার ধৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার মাদক ব্যবসায়ীর নাম মো. আখলিছুর রহমান (৪৫)।
এসএমপির মিডিয়া শাখা জানায়- বুধবার রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বটেশ্বর বাজার এলাকায় অভিযান চালায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-১ এর একটি দল। এ সময় আব্দুল মুহিত সুপার মার্কেটে পাশের গলি নুসরাত টেইলার্স থেকে মাদক কারবারি আখলিছুর রহমানকে ২৭০পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় ধৃত ব্যক্তির বিরুদ্ধে এসএমপি শাহপরাণ (রহ.) থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে ডিবি পুলিশ।