সিলেটে ল’ইয়ার্স কাউন্সিলের মানববন্ধন- এডভোকেট মতিউর আকন্দের মুক্তি দাবী
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৩, ৯:৩১:৫৪ অপরাহ্ন
সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মতিউর রহমান আকন্দকে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে সিলেটের আদালত চত্তরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের উদ্যোগে উক্ত মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সুনির্দিষ্ট কোন অভিযোগ কিংবা মামলা ছাড়া একজন সিনিয়র অসুস্থ আইনজীবীকে গ্রেফতার প্রমাণ করে দেশে আইনের শাসন বলে কিছু নেই। বিরোধী নেতাকর্মীদের পাশাপাশি সরকারের ফ্যাসিবাদী শাসন থেকে সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবীরাও রেহাই পাচ্ছেন না। এই ধরনের পরিস্থিতি দেশের বিচার ব্যবস্থার জন্য লজ্জাজনক। এর পরিণতি সরকারের জন্য ভালো হবেনা। অবিলম্বে সিনিয়র আইনজীবী এডভোকেট মতিউর রহমান আকন্দসহ অন্যায়ভাবে কারান্তরীণ সকল আইনজীবী ও রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় দেশের সকল আইনজীবীদেরকে সাথে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।
ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি এডভোকেট আলীম উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক এডভোকেট আজীম উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট এজাজ উদ্দীন, ল’ইয়ার্স কাউন্সিলের যুগ্ম সম্পাদক এডভোকেট জামিল আহমদ রাজু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক এডভোকেট ইকবাল আহমদ, জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সফিকুল ইসলাম, ল’ইয়ার্স কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল খালিক ও সহ সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন শামীম প্রমূখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সাংগঠনিক সম্পাদক এডভোকেট তানভীর আখতার খান, কেন্দ্রীয় সদস্য এডভোকেট আহমেদ ওবায়দুর রহমান ফাহমী, সিলেটের সদস্য এডভোকেট আব্দুল মুকিত অপি, এডভোকেট মোস্তাক আহমদ, এডভোকেট মোবারক হোসেন, এডভোকেট নজরুল ইসলাম, ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের এডভোকেট জিয়া উদ্দীন নাদের, এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট সেলিম মুহাম্মদ আলী আসগর, এডভোকেট মাসহুদ আহমদ মহসিন, এডভোকেট মকসুদ আহমদ, এডভোকেট জুনেদ আহমদ, এডভোকেট রবিউল ইসলাম, এডভোকেট সোলেমান আলী, এডভোকেট ইয়াসিন খান, এডভোকেট মইনুল ইসলাম, এডভোকেট রহমত আলী, এডভোকেট নাজমুল ইসলাম, এডভোকেট আব্দুল আহাদ সিদ্দিকী, এডভোকেট সৈয়দ ফজলে এলাহী ফয়সল, এডভোকেট কাজী আতিকুল হক, এডভোকেট আব্দুল গফ্ফার, এডভোকেট সালেহ আহমদ, এডভোকেট মুমিনুজ্জান, এডভোকেট মোস্তাফিজুর রহমান, এডভোকেট মোস্তাফিজুর রহমান সিপার, এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট গোলাম আকবর ও এডভোকেট আব্দুল কাইয়ুম প্রমুখ। বিজ্ঞপ্তি