ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আল ইকরা একাডেমি’র র্যালি
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৩, ৯:৩৪:৩৬ অপরাহ্ন
স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র ফিলিস্তিনের নিরস্ত্র ও শান্তিকামী মুসলমানদের উপর সন্ত্রাসী ও দখলদার রাষ্ট্র ইসরাইল কর্তৃক গণহত্যার বিরুদ্ধে উমাইরগাঁও আল ইকরা একাডেমি’র শিক্ষক, পরিচালনা কমিটি ও ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনা সভা ও প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার উমাইরগাঁও আল ইকরা একাডেমি’র হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত শিক্ষকরা ইসরাইলের প্রতি আমেরিকাসহ পশ্চিমা বিশ্বের অন্ধ ও নগ্ন হস্তক্ষেপের কড়া সমালোচনা করেন এবং আরবসহ মুসলিম বিশ্বের নীরবতা নিয়ে বিস্ময় প্রকাশ করেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আইয়ুব আহমদ। বক্তব্য রাখেন
সহকারী প্রধান শিক্ষক এম সেলিম উদ্দিন, জামিল আহমদ, রুহেল আহমদ, ফেরদৌসী আক্তার, ফাতেহা আক্তার, জেসমিন বেগম, সাজনা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি