কেমুসাসের সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৩, ৫:১৭:৪৭ অপরাহ্ন
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে বৃহস্পতিবার বাদ মাগরিব ১১৭৩ তম নিয়মিত সাপ্তাহিক আসর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক মুফতি আব্দুল খাবির। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহেরের সভাপতিত্বে জীবন সদস্য কামাল আহমদের পরিচালনায় আসরে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে নবীন লেখকদের লেখাপাঠের উপর আলোচনা করেন কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী।
আসরে স্বরচিত লেখাপাঠ করেন সিরাজুল হক শামসীর হারুনুর রশীদ, ছয়ফুল আলম পারুল, শাহ সরোয়ার আলী, ইব্রাহীম ইউসুফ, মকসুদ আহমদ লাল, হেলাল উদ্দিন দাদন, নাঈমুল ইসলাম গুলজার, মোঃ দিদার আহমদ। গান পরিবেশন করেন কুবাদ বখত চৌধুরী রুবেল, বাহাউদ্দিন বাহার। আসরের শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন কামাল আহমদ। বিজ্ঞপ্তি