সাল সাবিল ইসলামিক ফাউন্ডেশনের প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৩, ৫:২৪:০৪ অপরাহ্ন
সাল সাবিল ইসলামিক ফাউন্ডেশন ময়না বাজারের উদ্যোগে ইসরায়েলে বর্বর হামলার প্রতিবাদে সিলেটের ওসমানীনগর উপজেলার ময়নাবাজারে বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
৮নং উছমানপুর ইউনিয়ন এর ৯নং ওয়ার্ডের মেম্বার সাকির আহমেদ এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় সাবেক অফিস সম্পাদক হাফিজ তৌরিছ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট জেলার প্রচার সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম।
বিক্ষোভ ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ঈদে মিলাদুন্নবী বাস্তবায়ন কমিটি বোয়ালজুরের অর্থ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার হারুনর রশীদ, সমাজসেবক মোহাম্মদ বদরুল, ডা: মনসুর, ময়নাবাজার আঞ্চলিক সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও এলাকার মুরব্বিয়ান, ব্যবসায়িবৃন্দ সাল সাবিল ইসলামিক ফাউন্ডেশন এর সভাপতি, সেক্রেটারি ও সংগঠন এর সদস্যবৃন্দ।
বালাগঞ্জ সদর ইউনিয়ন আল ইসলাহ’র সাধারণ সম্পাদক হাফিজ ইকবাল আহমেদের দোয়ার মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি