প্রতিবন্ধী ও বিধবাদের স্বপ্ন ফাউন্ডেশনের খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৩, ৫:২৫:৪৭ অপরাহ্ন
প্রতিবন্ধী ও বিধবাদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে দাতব্য সংস্থা স্বপ্ন ফাউন্ডেশন। বৃহস্পতিবার সিলেট শহরতলীর নালিয়া মাদরাসা মাঠে চারটি গ্রাম থেকে বাছাইকৃত ২৫টি প্রতিবন্ধী ও দরিদ্র বিধবাদের পরিবারে এ খাদ্য সামগ্রী বিতরণ করে সংস্থাটি। খাদ্য সামগ্রির মধ্যে ছিল পাঁচ কেজি চাল, দুই কেজি পেঁয়াজ, দুই কেজি আলু, এক কেজি ডাল ও এক লিটার সয়াবিন তেল।
এ সময় উপস্থিত ছিলেন স্বপ্ন ফাউন্ডেশনের বাংলাদেশ দায়িত্বশীল হাফিজ মাওলানা জামিল আহমদ চৌধুরী, মিশন ওয়ান মিলিয়নের প্রধান নির্বাহী ফায়যুর রাহমান, নালিয়া জামেয়া ইমদাদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মুহিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে হাফিজ মাওলানা জামিল আহমদ চৌধুরী বলেন, স্বপ্ন ফাউন্ডেশনের ‘মুষ্ঠির চাল’ প্রোগ্রামের আওতায় প্রতিমাসে শহরের বিভিন্ন বাসা থেকে মুষ্ঠির চাল সংগ্রহ করে সেটা দরিদ্রদের মধ্যে বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাসাবাড়ির নারীরা যেন মাসের প্রতিটি দিন সাদাকায় শামিল থাকতে পারেন, সে লক্ষ্যে প্রজেক্টটি পরিচালিত হচ্ছে। বিজ্ঞপ্তি