সিলেটে ৩ শিবির কর্মী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৩, ৭:২১:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে নাশকতার পরিকল্পনার মামলায় ছাত্রশিবিরের ৩ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে নগরীর আখালিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, এসএমপির জালালাবাদ থানায় বেশ কয়েকটি নাশকতা চলমান রয়েছে। সেসব মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাইফুল আলম রুকন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। তারা ছাত্রশিবির শাহজালাল বিশ্ববিদ্যালয় ও নর্থসাউথ ইউনিভার্সিটি শাখার কর্মী। বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। গ্রেফতারকৃতদের নাম-পরিচয় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানানো হবে। তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে।