ফিলিস্তিনে গণহত্যা বন্ধে মোমিনখলায় বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৩, ৭:২১:১০ অপরাহ্ন
ফিলিস্তিনে আগ্রাসন ও গণহত্যা বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নগরীর ২৫ নং ওয়ার্ডের মোমিনখলা এলাকাবাসী।মোমিনখলা এলাকার সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত মিছিলটি শুক্রবার জুমআর নামাজের পর মোমিনখলা জামে মসজিদ থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে হুমায়ুন রশিদ চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনের নীরিহ মুসলমানদেরকে দখলদার ইসরাইলী বাহিনী কর্তৃক নির্বিচারে হত্যা বন্ধে আর্ন্তজাতিক মহলের আশু হস্তক্ষেপ কামনা করেন। সমাবেশে বক্তারা বলেন, নিরীহ ও নিরপরাধ ফিলিস্তিনীদের উপর দখলদার ইসরাইলী বাহিনী যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, তাতে সমগ্র বিশে^র মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। ভয়াবহ এই হত্যাযজ্ঞ বন্ধে জাতি সংঘসহ বিশে^র সকল মুসলিম দেশকে একযোগে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মোমিনখলা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফিজ মাওলানা ক্বারী আলী হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আব্দুল গফ্ফার হারুন, কলিম আহমদ, সোহাদ আহমদ, সিজিল আহমদ, পাপ্পু আহমদ, শিপু আহমদ, তারেক আহমদ, হুমায়ুন আহমদ, সুফিয়ান আহমদ, আবুল কালাম, মামুন আহমদ, সায়েক আহমদ, রাহাত আহমদ, রাহি আহমদ, জুমান আহমদ, আবিদ আহমদ, মাহি আহমদ, আমির হোসেন, সুহেল আহমদ, টিপু আহমদ, জিদান আহমদ, সায়েম আহমদ, ফরহাদ আহমদ, সামি আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি