শহরতলীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৩, ৭:২২:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শহরতলীতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে জালালাবাদ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাবেদ আহমেদ সিলেট সদর উপজেলার মইয়ারচর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।
এ ব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাইফুল আলম রুকন জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে আদালতের সাজা রয়েছে। সে দীর্ঘদিন থেকে পলাতক। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।