জৈন্তাপুরে ৮৮২ কেজি ভারতীয় চিনি উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৩, ৭:২৭:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুর উপজেলায় থেকে ৮৮২ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। তবে চিনি চোরাচালানির সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো: সম্রাট তালুকদার জানান, শুক্রবার জৈন্তাপুর থানা পুলিশের একটি দল উপজেলার নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ি এলাকায় রুবেলের বসতবাড়িতে অভিযান চালিয়ে ১৮বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচালানির সাথে জড়িত রুবেল পালিয়ে যায়।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে পলাতক চোরাকারবারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে।