ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ১ হাজার ৩১৭
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৩, ৯:২৬:৪২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। দেশে এই নিয়ে ডেঙ্গুতে এবছরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৭ জনে। একদিনে আরও ১ হাজার ৪৩১ রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। চলতি মাসে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৩২৮ জনে দাঁড়িয়েছে। দেশে ইতিমধ্যে ডেঙ্গু রোগী মৃত্যু ও শনাক্তে পুরনো সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। রাজধানীর চেয়ে দ্বিগুণের বেশি রোগী শনাক্ত হচ্ছে গ্রামে। মৃত্যুও বেশি গ্রামে। চলতি বছরের এ পর্যন্ত ২ লাখ ৬৪ হাজার ৬২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ৯৭ হাজার ৬২০ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৬৬ হাজার ৪৪২ জন। মৃত ১ হাজার ৩১৭ জনের মধ্যে নারী ৭৪৯ জন এবং পুরুষ ৫৬৮ জন। মোট মৃত্যুর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ৫১৯ জন এবং রাজধানীতে ৭৯৮ জন।
শুক্রবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৪৩১ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৬৫ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৬৬ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ১ হাজার ৪৩১ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৭৯৮ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৯২৯ জন এবং ঢাকার বাইরে ৪ হাজার ৮৬৯ জন। চলতি বছরের এ পর্যন্ত ২ লাখ ৬৪ হাজার ৬২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ আক্রান্ত ১ লাখ ৫৮ হাজার ৮৮২ জন এবং নারী ১ লাখ ৫ হাজার ১৮০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৫৫ হাজার ৯৪৭ জন।