আরামবাগ মোড়ে সমাবেশের ‘প্রস্তুতি’ জামায়াতের, মঞ্চ তৈরী
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৩, ১:২০:১২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : রাজধানীর আরামবাগ মোড়ে সমাবেশের ‘প্রস্তুতি’ নিয়েছে জামায়াতে ইসলামী। এরই মধ্যে মিনি ট্রাকে তারা অস্থায়ী মঞ্চ বানিয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১টার দিকে এই চিত্র দেখা যায়।
তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামীর ঘোষিত কর্মসূচি সামনে রেখে আজ সকালে আরামবাগ মোড়ে ব্যারিকেড দেয় পুলিশ। আরেকটি ব্যারিকেড দেওয়া হয় মতিঝিলের শাপলা চত্বর থেকে নটর ডেম কলেজের দিকে যাওয়ার পথে।
পুলিশি ব্যারিকেডের কারণে আরামবাগ-নটর ডেম কলেজ এলাকার সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। সাধারণ লোকজনকেও এই পথে চলাচল করতে দেওয়া হচ্ছে না।
ঘোষণা অনুযায়ী, আজ সকাল থেকেই আরামবাগ মোড় এলাকায় জামায়াতের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। সময়ের সঙ্গে সঙ্গে সেখানে জামায়াতের নেতা-কর্মীদের সংখ্যা বাড়তে থাকে।
বেলা ১১টার দিকে আরামবাগ মোড়ে জামায়াতের নেতা-কর্মীদের বড় জমায়েত দেখা যায়। তাঁরা সেখানে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। বেলা সাড়ে ১১টার দিকে আরামবাগ মোড়ে চারটি মিনিট্রাক আসে। ট্রাকগুলোতে ছিলেন জামায়াতের নেতা-কর্মীরা।
দুপুর ১২টার দিকে দেখা যায়, ট্রাকে থাকা জামায়াতের নেতা-কর্মীরা ১০ টির মতো মাইক প্রস্তুত করছেন। নেতা-কর্মীরা স্লোগান দিচ্ছেন।
জামায়াতের নেতা-কর্মীদের ভাষ্য, এখানেই তাঁরা সমাবেশ করবেন। সে জন্য মাইক লাগানোসহ প্রস্তুতি নিচ্ছেন। মিনি ট্রাক হবে অস্থায়ী মঞ্চ।