কুলাউড়ায় পৌর জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৩, ৬:০৬:৩৫ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পৌর জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) রাতে দক্ষিণ বাজারস্থ সমবায় মার্কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।পৌর সভাপতি নিয়ামত খানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রাসেল আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম।প্রধান অতিথির বক্তব্যে তিনি আওয়ামী লীগ বা বিএনপির লেজুড়বৃত্তি পরিহার করে ১৯৭২ সালের ৩১ অক্টোবর যে লক্ষ্য উদ্দেশ্যকে ধারণ করে জাসদ প্রতিষ্ঠিত হয়েছিল- সেই লক্ষে জাসদীয় ধারার ঐক্য গড়ে তুলে নিজস্ব রাজনীতি করার জন্য সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
বক্তব্য রাখেন জয়চ-ী ইউনিয়ন জাসদের সভাপতি আব্দুস সালাম, পৌর কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম কর্ন, সহসভাপতি মওদুদ আহমেদ মধু, সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ সাদ্দাম প্রমুখ।