জকিগঞ্জে লুৎফর রহমান চৌধুরী মেমোরিয়াল ট্রাষ্টের বৃত্তি পরিক্ষা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৩, ৬:১১:৫২ অপরাহ্ন
জকিগন্জ প্রতিনিধি : অত্যন্ত সুন্দর ও সুষ্ঠভাবে জকিগঞ্জ উপজেলার বারহাল লুৎফুর রহমান চৌধুরী মেমোরিয়াল ট্রাষ্টের উপবৃত্তি পরিক্ষা শনিবার বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন হয়। ইউনিয়নের ১৯টি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ২৫০ জন পরীক্ষার্থী পরিক্ষায় অংশ নেয়। পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বারহাল ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাবের আহমেদ, কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি রওশন আরা বেগম সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। উল্লেখ্য যে, ২০১৮ সালে প্রতিষ্ঠিত ট্রাষ্টটি প্রতিষ্ঠালগ্ন থেকে আর্ত মানবতার সেবায় বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে।