নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হলো ৩ শিবির কর্মীকে
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৩, ৭:৫৮:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর সমাবেশের আগের দিন সিলেটে ৩ ছাত্রশিবির কর্মীকে আটক করে পুলিশ। পরে তাদেরকে নাশকতা পরিকল্পনার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহের ভাটিপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে মোজাহিদুল ইসলাম, রাজশাহীর মৌপাড়ার এলাকার নাজেস শেখের ছেলে হামিম বাদশা (২২), সুনামঞ্জের জামালগঞ্জ এলাকার আব্দুল আলীর ছেলে আব্দুল মোতালেব।
পুলিশ সূত্রে জানা যায়, মোজাহিদ ও হামিম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাথী এবং মোতালেব নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাথী। বর্তমানে তারা আখালিয়া এলাকায় একটি মেসে ভাড়া থাকেন। তাদের বিরুদ্ধে জালালাবাদ থানায় বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম রুকন বলেন, শনিবারের কর্মসূচীকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের বেশকিছু নেতা-কর্মী নাশকতার জন্য জড়ো হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে নগরীর আখালিয়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তিন শিবিরকর্মীকে গ্রেফতার করলেও আরো ৪০ থেকে ৫০ জন পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে ছাত্রশিবিরের বিশেষ পোস্টার, পেট্টল বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতার ও পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।