ঢাকায় সিলেটের দুই বিএনপি নেতাকে আটকের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৩, ৮:০০:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র বিএনপির সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ হয়। এ সময় সিলেটের দুই বিএনপি নেতাকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আটক দু’জন হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি বাদশা মিয়া ও যুবদল নেতা আলাউদ্দীন। নয়া পল্টন এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায় পুলিশ। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি নেতা কামাল হোসেন।