নয় দিন পর কাল খুলছে শাবি
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৩, ৮:০২:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিসহ নয়দিন বন্ধ শেষে আগামীকাল খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। শনিবার শাবি থেকে পাঠানোর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে দুর্গাপূজা উপলক্ষে ২২ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। ২০ ও ২১ অক্টোবর এবং ২৭ ও ২৮ অক্টোবর দুই দিন করে চারদিনের সাপ্তাহিক ছুটি থাকায় নয়দিন বন্ধ শেষে আজ রোববার খুলছে বিশ্ববিদ্যালয়টি।