মির্জা ফখরুল আটক
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৩, ১২:৫৫:৫৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ। রাজধানীর গুলশানের বাসা থেকে আজ রোববার (২৯ অক্টোবর) সকালে তাকে নিয়ে যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছে ডিএমপি।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানিয়েছেন।
বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার বলেন, ‘সকাল সাড়ে ৯টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে নিয়ে যায়।’
মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম সাংবাদিকদের জানান, গোয়েন্দা পুলিশের একটি দল বাসায় এসে সিসিটিভি ক্যামেরার ডিভাইস নিয়ে যায়। তার ১০ মিনিট পর বাসায় ঢুকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে নিয়ে যায়।
রাহাত আরা বেগম বলেন, ‘অসুস্থ একজন মানুষকে এভাবে তুলে নিয়ে যাওয়া মেনে নেওয়া যায় না।’