সুনামগঞ্জে বিএনপির শান্তিপূর্ণ হরতাল পালিত
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৩, ৫:২৪:৫১ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। শনিবার সকাল সন্ধ্যা এ হরতাল পালিত হয়। জেলার কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। তবে পিকেটিং চলাকালে শান্তিগঞ্জে যুবদলের সভাপতি সোহেল মিয়াসহ ৫ জন ও শাল্লায় ২ জনকে আটক করেছে পুলিশ।
এদিকে, হরতালে গণপরিবহন বন্ধ থাকায় সিলেট-সুনামগঞ্জ সড়ক পথে দুরপাল্লার কোন বাস চলাচল করেনি। শহরে অল্প পরিমাণে রিকশা ও অটোরিকশা চলাচল করতে দেখা গেছে এবং বেশিরভাগ দোকানপাট স্ব উদ্যোগে বন্ধ করে রাখেন মালিকরা। মানুষের চলাচল কম দেখা গেছে শহরে। সবজি বিক্রেতার দোকান মেলে বসে আছেন। ক্রেতার তেমন একটা দেখা মিলছেনা।
হরতাল সফল করতে বিভিন্ন স্থানে পিকেটিং করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীরা পুলিশি বাধার মুখে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। এদিকে হরতালের সমর্থনে পুলিশি বাধার মুখে মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম।