হরতাল সফল করায় বিএনপির কৃতজ্ঞতা
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৩, ৭:৫৭:১৩ অপরাহ্ন
চলমান গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির একদফা দাবীর প্রতি একাত্মতা জানিয়ে সর্বাত্মক হরতাল পালন করায় সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
বিএনপি নেতৃবৃন্দ হরতাল পরবর্তী এক বিবৃতিতে বলেন, সরকার রাজপথে বিএনপিকে মোকাবেলা করতে ব্যার্থ হয়ে এখন মুক্তিকামী জনতার বিরুদ্ধে রাষ্ট্রিয় বাহিনীকে লেলিয়ে দিয়েছে। জনতার শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করছে। বিরোধীদলের নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। জুলুম নির্যাতনের স্ট্রিমরোলার চালিয়ে জনগণের ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলনকে বন্ধ করা যাবে না। গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
বিএনপি নেতৃবৃন্দ, দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সিলেটে সর্বত্র সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালন করায় সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অতীতের মতো পাশে থাকার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি