কোম্পানীগঞ্জে শান্তিপূর্ণ হরতাল
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৩, ৮:০৪:৩৭ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: মিছিল পিকেটিং ও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে কোম্পানীগঞ্জে শেষ হয়েছে বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। দিনের শুরুতে গাড়ি চলাচল কম থাকলেও দুপুরের পর পুরোদমে চলতে দেখা যায় যাত্রী ও পণ্যবাহী গাড়িগুলো। তবে রাস্তায় কোন বাস চলাচল করতে দেখা যায় নি। দিনের শুরুতে জনমনে কিছুটা আতঙ্ক থাকলেও বেলা বাড়ার সাথে সাথে স্বাভাবিক হতে থাকে সবকিছু।
রোববার সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশকে অবস্থান নিতে দেখা যায়। কিন্তু হরতাল সমর্থনে কোথাও বিএনপি ও জামায়াতকে মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক থাকায় বেলা বাড়ার সাথে সাথে পুলিশের টহলও কমতে থাকে। এদিন বিকেলে উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে শান্তি ও উন্নয়ন সমাবেশ করা হয়েছে। শান্তি ও উন্নয়ন সমাবেশ উপলক্ষে উপজেলার থানা সদর এলাকায় মিছিল ও সমাবেশ করেছে তারা।