‘সাকসেসফুল রিটার্ন টু স্কুল’ প্রকল্পের ত্রৈমাসিক সভা
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৩, ৫:৪২:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সিলেট সদর উপজেলা পরিষদ হলরুমে ‘সাকসেসফুল রিটার্ন টু স্কুল’ (এসআরএস) প্রকল্প কর্তৃক (জুলাই-সেপ্টেম্বর ২০২৩) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার। তিনি বলেন, শিক্ষকরাই আমাদের আদর্শ। তাদের নিয়ে এসআরএস প্রকল্পের কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তবে গুণগতমান ধরে রাখতে সংশ্লিষ্ট ক্যাচমেন্ট এরিয়ার প্রধান শিক্ষকগণ ক্যাচ আপ ক্লাব পরিদর্শনের মাধ্যমে লেখাপড়ার মান মূল্যায়ন করবেন। সেই সাথে শিশুদের ইতিহাস, এতিহ্য, কৃষ্টি কালচার শিখাবেন। যাতে শিশুরা নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্ববোধ নিয়ে বেড়ে উঠে।
মো: আব্দুল জলিল তালুকদারের সভাপতিতে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো: কাজী জাফর। ত্রৈমাসিক সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশন এরিয়ার ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এনজিও প্রতিনিধিবৃন্দ।
সভা পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করেন সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের প্রতিনিধি মো: নুরুল ইসলাম রাসেল। এসআরএস প্রকল্পের বিগত তিন মাসের (জুলাই-সেপ্টেম্বর ২০২৩) কর্মসূচির অগ্রগতির উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন এসআরএস প্রকল্পের সমন্বয়কারী আব্দুর রব। সভা সঞ্চালনা করেন এসআরএস প্রকল্পের সিইউসি লার্নিং এন্ড সিএমএস মোঃ বনি আমিন খান।
উল্লেখ্য যে, সিলেট জেলায় ২ বছর মেয়াদের সাকসেসফুল রিটার্ন টু স্কুল (এসআরএস) প্রকল্পের মাধ্যমে সিলেট সিটি করপোরেশনের ২০টি ওয়ার্ডের ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত শিশুদের শিখন ঘাটতি পূরণে যৌথভাবে কাজ করছে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ ও জাগরণী চক্র ফাউন্ডেশন। প্রকল্পটি সেভ দ্য চিলড্রেন সুইস সলিডারিটির অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।