সমবায় ভবন ব্যবসায়ী সমিতির মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৩, ৫:৫৭:০২ অপরাহ্ন
ভূমিখেকোদের হাত থেকে সমবায় ভবন মার্কেট রক্ষা ও অবৈধ উচ্ছেদ এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় সিলেট নগরীর সমবায় ভবন মার্কেটের সামনে সমবায় ভবন দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
সমবায় ভবন দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম লস্করের সভাপতিত্বে ও মো. মখলিছুর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ফারুক আহমদ, সিসিকের ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুজিবুর রহমান শওকত, আব্দুছ ছালাম, শফিকুল ইসলাম, এডভোকেট শফিকুর রহমান, আনোয়ার রশীদ, সিরাজুল ইসলাম, পল্টন রয়, হুমায়ুন কবির, আবু নওশাদ, মো. বাদল হোসেনসহ সমবায় ভবন দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির অন্যান্য সদস্যরা। বিজ্ঞপ্তি