সুনামগঞ্জে বিএনপি’র বিক্ষোভ মিছিলে পুলিশী বাধা
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৩, ৭:২৮:২৮ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। সোমবার বিকালে তিন দিনের অবরোধ কর্মসুচী বাস্তবায়নের লক্ষে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পুরাতন বাসস্টেন্ড হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করতে চাইলে পুলিশী বাধার মুখে পড়ে। পরে তারা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেন।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন, জেলা বিএনপি’র সহ সভাপতি এডভোকেট শেরেনুর আলী, জেলা সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল, শান্তিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম। বক্তারা বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। সরকার আমাদেরকে রাজপথে মিছিলে সমাবেশে বাধা দিচ্ছে। সারাদেশে গায়েবী মামলায় দলীয় নেতা কর্মীদের হয়রানি করা হচ্ছে। যতই মামলা হোক, নির্যাতন করুক রাজপথ থেকেই আন্দোলন করে বিজয় নিশ্চিত করব।