দোয়ারায় নাগরিক সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৩, ৭:৩৩:১০ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষে নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯ টায় ইউপি চেয়ারম্যানের নিজ বাড়িতে এ নাগরিক সভা অনুষ্ঠিত হয়। সভায় মুরব্বি আজহারুল ইসলামের সভাপতিত্বে ও যুবলীগ নেতা রুবেল খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোগলবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমদ আলী আপন, বোগলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তৈয়ব আলী মাষ্টার, আ’লীগ নেতা লোকমান হেকিম মাষ্টার, ব্যবসায়ী মাছুম আহমেদ, আ’লীগ নেতা সোনা মিয়া, যুবলীগ নেতা জিয়াউর রহমান প্রমুখ।