সিলেটে হত্যাসহ পৃথক মামলা : ১ জনের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৩, ৮:১০:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে পৃথক ৩টি হত্যা মামলা ও একটি মাদক মামলায় রায় ঘোষণা করা হয়েছে। হত্যা মামলাগুলোর রায়ে ১ জনকে ফাঁসি, ২ জনকে যাবজ্জীবন এবং মাদক মামলায় একজনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ প্রদান করা হয়েছে।
সোমবার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী মামলা গুলোর রায় ঘোষণা করেন।আদালত সূত্রে জানা গেছে, ওসমানীনগরের একটি হত্যা মামলার রায়ে লুৎফুর রহমান নামের ১জনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়।জৈন্তাপুরে অপর একটি হত্যা মামলার রায়ে আবুল হাসনাত নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
কানাইঘাটে আরো একটি হত্যা মামলার রায়ে রুহেল মিয়া রেকেলকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।এদিকে গোয়াইনঘাটে মাদকদ্রব্য আইনের একটি মামলায় আফতাব উদ্দিন নামের একজনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।এ মামলায় অপর আসামি আমিনুলকে আদালত বেকসুর খালাস প্রদান করেন।