আম্বরখানায় পিকআপ চাপায় প্রাণ গেল পুলিশের
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৩, ৮:১১:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীতে পিকআপ চাপায় পুলিশের এক অতিরিক্ত উপ পরিদর্শক এএসআই নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে ওসমানী বিমানবন্দর সড়কের আম্বরখানা পুলিশ ফাঁড়ির সামনে সিএনজিচালিত অটোরিকশাকে পিকআপ ভ্যান চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।নিহত এএসআই বুরহান উদ্দিন আম্বরখানা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বাড়ি গোয়াইনঘাট উপজেলার কান্দিগ্রাম ইউনিয়নে। তিনি এক সন্তানের জনক। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান বলে জানিয়েছেন স্থানীয়রা।
এসএমপির উপ পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ জানান, দায়িত্ব পালন শেষে সিএনজি অটোরিকশাযোগে আম্বরখানা থেকে ফাঁড়িতে যাচ্ছিলেন এএসআই বুরহান। ফাঁড়ির সামনে একটি পিকআপ ভ্যান সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই বুরহান মারা যান।পুলিশ পিকআপ ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান আজবাহার। এছাড়া অটোরিকশা চালক ইউসুফকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি।