সুনামগঞ্জে বিএনপির সহ সভাপতিসহ গ্রেফতার ১০
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৩, ৫:২২:৪৯ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে অবরোধের প্রথম দিনে পিকেটিং চলাকালে জেলা বিএনপির সহ সভাপতি, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকতসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকাল সাড়ে নয়টায় পুরাতন বাসস্টেশনের দলীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। সুনামগঞ্জ সদর থানার ওসি জানিয়েছেন, গ্রেফতারকৃত সকলেই বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী।
গ্রেফতারকৃত অন্যরা হলেন, দলীয় নেতা রাখাব উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা ইকবাল হোসেন, যুবদল নেতা তৌহিদ চৌধুরী, ইজাজুল হক চৌধুরী, শামছুল হক, সাকিব মুন খোকন, আবুল হাসান রাসেল, বিশ্বম্ভরপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম ও বিএনপি নেতা হেনু মিয়া।সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, নাশকতার পরিকল্পনা করার সময় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। এরা সকলেই সোমবার সকালে পুলিশের দায়ের করা নাশকতার মামলার আসামী।জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন বলেন, দলীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থানের সময় পুলিশ বিএনপির ১০ নেতাকে গ্রেপ্তার করেছে।