প্রথম দিনেই বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৩, ৬:৫২:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সরকার পতনের একদফা দাবিতে বিএনপি ও জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে উত্তপ্ত ছিলো সিলেট। তবে সকাল থেকেই পুলিশ, র্যাব, বিজিবি সদস্যরা ছিলো কঠোর অবস্থানে। সার্বক্ষণিক টহলের পাশাপাশি বেশ কয়েক জায়গায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।
এদিকে নগরীতে অবরোধের সমর্থনে তেমন কোনো তৎপরতা দেখা নাগেলেও সকাল থেকেই দক্ষিণ সুরমা এলাকায় সরব ছিলেন বিরোধী নেতা-কর্মীরা। ঢাকা-সিলেট মহাসড়কের তেতলি এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে ড্রাম ও গাছ ফেলে ‘পিকেটিং’ করেছেন বিএনপি’র নেতাকর্মীরা। এছাড়া হুমায়ুন রশিদ চত্বর, লালাবাজার, রশিদপুর, তাজপুরসহ বেশ কিছু পয়েন্টে ‘পিকেটিং’ করতে দেখা গেছে। এরমধ্যে দক্ষিণ সুরমায় পৃথক পৃথক স্থানে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে পিকেটাররা। এ সময় তিনজনকে আটক করেছে পুলিশ। তবে গতকাল সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন- মহাসড়কে সকাল থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস ছাড়া অন্য সব যানবাহন চলছিলো। এ সময় সেখানে রাস্তায় অবস্থান নেয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের কর্মীরা। তারা ওই এলাকার রাস্তার চলাচলকারী অন্তত ১০টি যানবাহনে ভাঙচুর চালায়। খবর পেয়ে বিজিবি’র সদস্যরা সেখানে এলে তাদের লক্ষ্য করে ইটপাটকেলও নিক্ষেপ করে চলে যায় নেতাকর্মীরা। এ ঘটনার পর সিলেট-ঢাকা মহাসড়কের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
অপরদিকে অবরোধের সিলেট থেকে দূরপাল্লার কোনো বাসও ছেড়ে যায়নি। তবে অল্প সংখ্যক সিএনজি অটোরিকশা, নিত্যপণ্যবাহী ও ব্যক্তিগত গাড়ি চলাচল থাকলেও তা স্বাভাবিকের তুলনায় খুবই কম। বন্ধ ছিলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবহন সেবা। মঙ্গলবার সকালে সিলেটের দুটি বাস টার্মিনাল ঘুরে দেখা যায় অলস সময় কাটাচ্ছেন পরিবহন শ্রমিকরা। দুরপাল্লার পাশাপাশি স্বল্প দূরত্বের আঞ্চলিক রুটগুলোতেও চলে নি কোনো যাত্রীবাহী বাস। ঢাকা-সিলেট মহাসড়ক একদমই ফাঁকা। মাঝেমধ্যে কিছু অটোরিকশা চলতে দেখা গেলেও তার সংখ্যায় একেবারেই হাতে গোনা। যাত্রী সংকট আর নিরাপত্তার অজুহাতে সেগুলোতেও ভাড়া দ্বিগুণ হয়েছে আজ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ বলেন, নাশকতা ঠেকাতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। কয়েকটি জায়গায় পুলিশের সাথে অবোরোধকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। সেখান থেকে পুলিশ বেশ তিনজনসহ মোট ৮জনকে আটক করেছে।