বঙ্গবীর ওসমানী স্বর্ণপদক পাচ্ছেন তিন গুণী ব্যক্তি
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৩, ৬:৫১:১৭ অপরাহ্ন
বাংলাদেশে প্রথম গ্র্যান্ড অ্যাওয়ার্ড ‘বঙ্গবীর ওসমানী স্বর্ণপদক’ চালু করছে বঙ্গবীর ওসমানী গবেষণা ইনস্টিটিউট। এ বছর দেশের তিন গুণী ব্যক্তি স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে এ পদক প্রদানের তারিখ নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার ওসমানী জাদুঘর প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন বঙ্গবীর ওসমানী গবেষণা ইনস্টিটিউটের চেয়ারম্যান যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান।তিনি জানান, বৃহত্তর সিলেটের জীবন্ত কিংবদন্তী, দেশ ও জাতির জন্য বিশেষ অবদান রয়েছে এমন ৩ জনকে যাচাই বাছাইয়ের মাধ্যমে মনোনীত করার জন্য তিন সদস্যের বাছাই কমিটি গঠন করা হয়েছিল। বিচারকদের সর্বসম্মতিক্রমে তিন জনকে এ পদকের জন্য চূড়ান্ত করা হয়েছে।এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, উপমহাদেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত ডা. এ. মালিক, যুক্তরাজ্যস্থ বাংলাদেশের সাবেক হাইকমিশনার, লেখক ও গবেষক এ এইচ মোফাজ্জল করিম, শিক্ষাবিদ ও ভাষাসৈনিক প্রফেসর মো. আব্দুল আজিজ।
লিখিত বক্তব্যে এম এ মালেক খান বলেন, ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি মহান স্বাধীনতাযুদ্ধের সিএনসি বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর ৩৬তম মৃত্যুবার্ষিকী উদযাপনের দিন সিলেট নগরের ওসমানী জাদুঘর মিলনায়তনে সিলেট বিভাগীয় প্রশাসন, সিলেট জেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, সিলেটের বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকসহ সবার উপস্থিতিতে কিছু সিদ্ধান্ত হয়। এর মধ্যে বঙ্গবীর ওসমানীর অসাধারণ জীবনপুঞ্জি নিয়ে সঠিক গবেষণা, বিশেষ করে তাঁর কৃতিত্বপূর্ণ কর্মময় জীবনের স্মৃতি অমর করে রাখার দৃঢ় প্রত্যয় ও পরিকল্পনা বাস্তবায়নে ‘বঙ্গবীর ওসমানী গবেষণা ইনস্টিটিউট’ নামে একটি অরাজনৈতিক সংস্থা গঠন করা হয়। এ সংগঠনের বিশেষ প্রচেষ্টা ও তত্ত্বাবধানে বঙ্গবীর ওসমানীর কালজয়ী, ক্ষণজন্মা জীবন কাহিনী নিয়ে দুটি পূর্ণাঙ্গ গ্রন্থ রচনা ও প্রকাশ এবং বাস্তবভিত্তিক একটি বারোফিল্ম বা ডকুমেন্টারি পূর্ণদৈর্ঘ্যফিল্ম নির্মাণ করার প্রস্তাবও গৃহিত হয়।
‘সিদ্ধান্তের আলোকে প্রাথমিক এবং ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে ২০২২ সালে তার নামকরণে ‘বঙ্গবীর ওসমানী স্বর্ণপদক-২০২৩’ ঘোষণা করা হয়। এরই নিমিত্তে বৃহত্তর সিলেটের জীবন্ত কিংবদন্তী দেশ ও জাতির জন্য বিশেষ অবদান রয়েছে এমন তিন জন ব্যক্তিকে যাচাই বাছাইয়ের মাধ্যমে মনোনীত করার জন্য তিন সদস্য বিশিষ্ট যাচাই বাছাই কমিটির গঠন করা হয়। বিচারকদের সর্বসম্মতিক্রমে সংস্থার সভায় প্রস্তাব অনুমোদন হয়। বিজ্ঞপ্তি