জহির বখতের মৃত্যুতে আ’লীগের শোক
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৩, ৬:৫৩:৫৩ অপরাহ্ন
সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ও কাজিটুলা জামে মসজিদের মোতাওয়াল্লি জহির বখতের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এক শোক বার্তায় জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে, অনুরূপ এক শোকবার্তায় জহির বখতের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।এক শোক বার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি