যুবদল নেতা নিহতের প্রতিবাদে বুধবার সিলেটে হরতাল
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৩, ৮:০৩:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিএনপি ও জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিনে সিলেটে পিকেটিং করতে গিয়ে পুলিশের ধাওয়া খেয়ে যুবদল নেতা জিলু আহমদ দিলু নিহত হন। এ ঘটনায় সিলেট বিভাগে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
মঙ্গলবার সন্ধ্যায় জিলু নিহত হওয়ার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ হরতালের ডাক দেওয়া হয়। এ সময় সিলেট বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন বলেন, হরতাল পালনে সিলেট যুবদলের নেতারা মাঠে সক্রিয় থাকবেন।
এ দিকে যুবদলের ডাকা হরতাল কর্মসূচিতে একাত্মতা পোষণ করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী হরতালের প্রতি পূর্ণ সমর্থন জানান।
বিএনপি নেতৃবৃন্দ, বুধবার জিলু আহমদ দিলু হত্যা প্রতিবাদে যুবদলের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল সর্বত্মকভাবে পালন করার জন্য দলীয় নেতাকর্মীসহ সিলেটবাসীর প্রতি আহবান জানান।