জামেয়া নাজিরেরগাঁও শাখায় সীরাতুন্নবী মাহফিল
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৩, ৯:০২:৩৫ অপরাহ্ন
শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা সিলেটের অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী বলেছেন, আল্লাহর রাসুলের মিশন ও ভিশন ছিলো সব রকমের জুলুম, শোষণ, স্বেচ্ছাচারিতা এবং অবক্ষয়ের মুলোৎপাটন করে ন্যায়বিচার ও ইনসাফ কায়েম করা। ন্যায়বিচার ও ইনসাফ কায়েমে রাসুলুল্লাহ’র আদর্শ অনুসরণ অপরিহার্য। তিনি বলেন, ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত স্নেহশীল ছিলেন। উদারনীতি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলো। অমুসলিমদের প্রতি দায়িত্ব পালনেও তিনি যত্নশীল ছিলেন।
তিনি মঙ্গলবার শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা নাজিরেরগাঁও শাখা সিলেট আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিল ও সীরাত বিষয়ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ভারপ্রাপ্ত সুপার মাওলানা জুনাইদ আল হাবিবের সভাপতিত্বে এবং শিক্ষক সিদ্দিকুর রহমান ও ইমরান আহমদের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন গোবিন্দনগর ফজলিয়া ফাযিল মাদরাসা ছাতক সুনামগঞ্জের সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী। বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন শাবিপ্রবি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব ক্বারী মাওলানা মতিউর রহমান এবং উলামা মাশায়েখ পরিষদ সিলেটের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।
এছাড়াও উক্ত মাহফিলে পার্শ্ববর্তী এলাকায় সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মুহাম্মদ রিয়াজ মিয়া, ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আলতাফ হোসেন সুমন এবং ৩৭,৩৮ ও ৩৯ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ফাতেমা বেগম।
সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান আলোচক অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী বলেন, রাসুলুল্লাহ (সা.) ছিলেন আদর্শের বাস্তব প্রতিচ্ছবি। তিনি সবাইকে আগে সালাম করতেন। ছোটদের স্নেহ আর বড়দের কিভাবে সম্মান করতে হয়, তা নিজে দেখিয়ে ও শিখিয়ে গিয়েছেন। বিশেষ অতিথি ক্বারী মাওলানা মতিউর রহমান বলেন, কথা ও কাজে রাসুলের অনুসারী হতে হবে।
শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন মাওলানা আজিজুর রহমান। উপস্থিত ছিলেন মাওলানা নাজমুল হুদা, মাহমুদ হোসাইন, মতিউর রহমান, ওবায়দুল হক, মাওলানা আনোয়ার হোসাইন, আলা উদ্দীন, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা আব্দুল খালিক, হোসাইন আহমদ, হাফিজ মুহাম্মদ ইব্রাহীম ও হাফিজ রেজাউল করিম প্রমুখ। মাহফিলের শুরুতে তিলাওয়াত করে মাদরাসা ছাত্র আবু সালেহ রাহী। মাহফিলের শেষ পর্যায়ে সীরাত বিষয়ক প্রতিযোগিতায় বিজয়ী শতাধিক শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি