আল মামুনকে শ্রমিক কল্যাণের বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৩, ৯:০৫:২১ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরের আওতাধীন সিলেট সদর দর্জি শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক মোঃ আল মামুনের সংযুক্ত আরব আমিরাত গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার রাতে ফেডারেশনের মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সদর দর্জি শ্রমিক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি আলী মনসুর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রচার ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন থানা-২ এর সাধারণ সম্পাদক আকবর আলী, সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন বাদল, অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, দর্জি শ্রমিক ইউনিনের সহ সভাপতি মিনহাজুর রহমান জাহান, স্যানেটারী ও টাইলস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হোসেন ও বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম প্রমূখ। বিজ্ঞপ্তি