ব্রিটিশ পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য যুবদলের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৩, ১১:৩২:০৫ অপরাহ্ন
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতাকর্মীর উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে লন্ডনে যুব বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে খালেদা জিয়াসহ সব বিএনপি নেতাকর্মীর মুক্তি দাবি এবং বাংলাদেশে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে সুদৃঢ গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান।
নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করে বলেন, সরকার নির্বাচন নিয়ে আর নগ্ন খেলায় মেতে উঠলে সমুচিত জবাব দেওয়া হবে।
সোমবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ব্রিটিশ পার্লামেন্টের সামনে অনুষ্ঠিত সমাবেশে যুক্তরাজ্য যুবদল ছাড়াও বিএনপি, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংঠনের শত শত নেতা-কর্মী অংশ নেন।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক , সেক্রেটারি কাউসার এম আহমেদ, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মুহিদুর রহমান, যুবদল সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক আফজল হোসেন, স্বেচ্ছাসেবক দল সভাপতি নাসির আহমদ শাহিন ও সাধারণ সম্পাদক আবুল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল ওয়ালি শামীম, জিয়াউর রহমান জিয়া ও জাহাঙ্গীর আলম শিমু, যুবদল নেতা খালেদা চৌধুরী, আনিসুর রহমান তালুকদার, মকসুদুর রহমান মাসুদ, শহীদুর রহমান, মিসবাহুজ্জামান সোহেল, শামীম আহমদ, আব্দুল কুদ্দুস, মিসবাহুজ্জামান চৌধুরী, নুরুল ইসলাম মাসুদ, মকসুদুর রহমান প্রমুখ । বিজ্ঞপ্তি