বিদেশে যাত্রার সময় হত্যা মামলার আসামী আটক
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৩, ৭:১৭:৫৮ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজারে জমি নিয়ে বিরোধের জের ধরে সিএনজি চালক জয়নুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী বিদেশে পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের সহায়তায় আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। মঙ্গলবার ভোর রাতে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে আটক করে পুলিশ।
আটককৃত এনায়েত হোসেন (৩৮) উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের আব্দুশ শহীদের পুত্র এবং একই এলাকায় জমি নিয়ে বিরোধে খুন হওয়া সিএনজি চালক জয়নুল হত্যার এজাহারভুক্ত আসামী।গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বিয়ানীবাজার পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত জুনে খুন হওয়া জয়নুল হত্যায় দায়েরকৃত মামলার পলাতক আসামী এনায়েত হোসেনকে ইমিগ্রেশন পুলিশ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর সহায়তায় আটক করা হয়।বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, আসামী এনায়েত হোসেনকে পুলিশি স্কটের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।