জেনারেল সারওয়ার্দী রিমান্ডে
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৩, ৮:০৩:৪১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে (মিয়া আরেফী) সাজিয়ে আনার অভিযোগে গ্রেপ্তার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন শফি উদ্দিন এই রিমান্ড মঞ্জুর করেন। এই রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর দায়রা আদালতের পিপি আব্দুল্লাহ আবু। দুপুরে সারওয়ার্দীকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ। তদন্ত কর্মকর্তা পরিদর্শক জামাল উদ্দিন মীর আসামি সারওয়ার্দীকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী। একই সঙ্গে রিমান্ড বাতিল চান। শুনানি শেষে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।