ওসমানীতে এসটিসি নির্মাণের নির্দেশ মেয়র আরিফের
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৩, ৮:২৪:২৩ অপরাহ্ন
এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে অবিলম্বে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন-এসটিসি নির্মাণের নির্দেশ দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবার সকালে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন। এসময় সিসিক মেয়র মেডিকেল কলেজে স্থাপিত পাবলিক টয়লেট ও ড্রেনে ময়লা আবর্জনার স্তুপ দেখতে পান। তাৎক্ষণিক তিনি সিসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ডেকে পাঠান এবং অভিযান পরিচালনা করেন।
এসময় মেয়র আরিফুল হক চৌধুরী এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বর্জ্য দ্রুত সময়ে নিরাপদে অপসারনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি হাসপাতালে উৎপন্ন বর্জ্য ব্যবস্থাপনায় ফিজিবিলিটি স্ট্যাডি করে দ্রুত একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন-এসটিসি নির্মাণের নির্দেশ দেন। বিজ্ঞপ্তি