বাংলাদেশীদের জন্য ভিসা স্থগিত করল ওমান
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৩, ৮:৫৭:২০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : বাংলাদেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান। রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশিদের ভিসা দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওমানের গণমাধ্যম ওমানঅবজারভার।
প্রতিবেদনে বলা হয়েছে, ভিসা পাওয়ার নীতি পর্যালোচনার অংশ হিসেবে মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ থাকবে।এদিকে ভিসা দেওয়া বন্ধ হওয়ায় দেশে প্রবাসী আয় আসা আরও কমবে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশে প্রবাসী আয়ের প্রবাহ যখন কমে যাচ্ছে, তখন বাংলাদেশিদের ভিসা দেওয়ার ব্যাপারে ওমানের এই বিধিনিষেধের খবর পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে তারা ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নিল, তা খতিয়ে দেখার পরামর্শ তাদের।
ওমানে ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিসটিকস অ্যান্ড ইনফরমেশনের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় ১৫ লাখ বিদেশি বাস করেন, যাঁদের মধ্যে প্রবাসী বাংলাদেশিরা সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি। এই সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে দেশের প্রবাসী আয়ের নবম বৃহত্তম উৎস ছিল মধ্যপ্রাচ্যের দেশ ওমান। ২০২১-২২ অর্থবছরে ওমান থেকে দেশে ৮৯ কোটি ৭৪ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। ২০২২-২৩ অর্থবছরে পরিমাণে কিছুটা কমলেও নবম স্থানেই ছিল ওমান। সেবার এসেছিল ৭৯ কোটি ডলার। কিন্তু চলতি নভেম্বর মাসে শ্রমিকেরা ওমানে যেতে না পারলে প্রবাসী আয়ের প্রবাহে আবার ছেদ পড়তে পারে বলেই আশঙ্কা।